খুশু ছাড়া নামাজ— কবুল নাকি বাতিল?
ইবাদত কেবল কিছু শারীরিক আমল বা মুখে উচ্চারিত দোয়ার নাম নয়; বরং এটি একান্তভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণের ঘোষণা। একজন বান্দা যখন বিনয়, নম্রতা ও একনিষ্ঠতা নিয়ে ইবাদতে দাঁড়ায়, তখন তার হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়; কিন্তু ইবাদতে যদি অহংকার, আত্মপ্রদর্শন বা উদাসীনতা ভর করে, তবে সেই ইবাদত হয়ে পড়ে প্রাণহীন এক আনুষ্ঠানিকতা। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয়—ইবাদতের প্রাণ হলো খুশু তথা বিনয়-নম্রতা ও একনিষ্ঠতা।
ইবাদত কবুলের মূল ভিত্তি: খুশু তথা বিনয়, নম্রতা ও একনিষ্ঠতা
১. বিনয় ও নম্রতা (خشوع)
ইবাদতে বিনয় ও নম্রতা বলতে বোঝায়— হৃদয়, দেহ ও মন সবকিছু দিয়ে আল্লাহর সামনে নত হওয়া। বিশেষ করে নামাজে ‘খুশু’ না থাকলে নামাজের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। আল্লাহ তাআলা বলেন—
وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
‘আর তোমরা আল্লাহর জন্য বিনম্রচিত্তে দাঁড়িয়ে যাও।’ (সুরা বাকারা: আয়াত ২৩৮)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন—
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
‘নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা, যারা তাদের নামাজে বিনয়ী।’ (সুরা আল-মুমিনূন: আয়াত ১–২)
এ আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, মুমিনের সফলতার প্রথম শর্তই হলো নামাজে বিনয় ও খুশু।
২. একনিষ্ঠতা (إخلاص)
ইখলাস অর্থ— ইবাদত কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা, লোক দেখানো বা পার্থিব স্বার্থের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন—
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
‘তাদেরকে আদেশ করা হয়নি, তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করে।’ (সুরা আল-বাইয়্যিনাহ: আয়াত ৫)
সুতরাং এ আয়াত থেকে বিষয়টি সুস্পষ্ট যে, ইখলাস তথা একনিষ্ঠতা ছাড়া ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না।
- আল্লাহর সাক্ষাতের প্রস্তুতি নিতে হবে যেভাবে
- একটু খেদমত, একটু আদব— যখন দোয়ার দরজা খুলে দেয়
- যেসব স্বভাব আল্লাহর কাছে অনেক মূল্যবান
৩. হাদিসে ইবাদত কবুলের শর্ত
রাসুলুল্লাহ (সা.) বলেন—
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى
‘সব আমল নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে, যা সে নিয়ত করেছে।’ (বুখারি ১)
অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন—
وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ
‘অনেক নামাজ আদায়কারী আছে, যার নামাজ থেকে সে কেবল ক্লান্তিই লাভ করে।’ (ইবনে মাজাহ ১৬৯০)
কারণ— এই নামাজে ছিল না খুশু বা বিনয় ও নম্রতা, ছিল না ইখলাস বা একনিষ্ঠতা।
- বিনয় ও একনিষ্ঠতা কিভাবে অর্জন করা যায়?
- আল্লাহর মহত্ত্ব ও নিজের অসহায়ত্ব স্মরণ করা
- নামাজে অর্থ বুঝে কেরাত পড়া
- ইবাদতের আগে নিয়ত শুদ্ধ করা
- মৃত্যু ও আখিরাতের জবাবদিহির কথা স্মরণ করা
- গোপনে বেশি বেশি নফল ইবাদত করা
ইবাদত কবুল হওয়া কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়; বরং এটি আল্লাহ ও বান্দার হৃদয়ের গভীর সম্পর্ক। বিনয়-নম্রতা ছাড়া ইবাদত দেহে প্রাণহীন, আর একনিষ্ঠতা ছাড়া তা মূল্যহীন। যে বান্দা আল্লাহর সামনে নত হয়ে, খাঁটি নিয়তে ইবাদত করে— আল্লাহ তার অল্প আমলও কবুল করেন এবং তাকে দান করেন দুনিয়া ও আখিরাতের সফলতা। হে আল্লাহ! আমাদের ইবাদতকে বিনয়, নম্রতা ও একনিষ্ঠতায় পরিপূর্ণ করে কবুল করুন। আমিন।

